Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশকে নতুন করে মাফিয়াতন্ত্রের দিকে ঠেলে দেবেন না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৮:৫৯ | আপডেট: ২৪ মে ২০২৫ ২২:২৪

আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নিয়মিত মাসিক সভা।

ঢাকা: দেশকে নতুন করে মাফিয়াতন্ত্রের দিকে ঠেলে না দিতে সবাইকে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

শনিবার (২৪ মে) দুপুরে আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ‘দেশকে নতুন করে মাফিয়াতন্ত্রের দিকে ঠেলে দেবেন না। সরকারকে কাজ করতে দিন। সরকারের ওপর চাপপ্রয়োগ করে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবেন না। এ সরকার ব্যর্থ হলে জুলাই অভ্যুত্থান ব্যহত হবে। জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। এটি আমরা হতে দিতে পারি না। সবার আগে দেশ বাঁচাতে হবে। দেশ নিয়ে সবাইকে সম্মিলিতভাবে ভাবতে হবে। জুলাই অভ্যুত্থানকে ধারণ করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পরস্পর কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে।’

ঢাকা দক্ষিণের সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আলতাফ হোসাইন, আনোয়ার হোসাইন, এম এইচ মোস্তফা, মাওলানা আবদুর রাজ্জাক, কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান,আলহাজ ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, শেখ মুহাম্মদ আবু তাহের, হাফেজ মাওলানা গোলামুর রহমান আজম, মুফতি আবদুল আহাদ, মাওলানা নিজাম উদ্দিন, মুহাম্মদ গাজী আলী হায়দার, মাওলানা নাজির আহমদ শিবলী, হাফেজ মুহাম্মদ সালাউদ্দিন, মুফতি আখতারুজ্জামানসহ আরও অনেকে।

সারাবাংলা/এজেড/এমপি

ইসলামী আন্দোলন মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম