Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৯:৪২ | আপডেট: ২৪ মে ২০২৫ ২১:৩১

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল।

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। শনিবার (২৪ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় ঐ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে অংশ নিয়েছেন ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২২ মে) বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠানে দলের অবস্থান জানান দেওয়ার পর রাজনৈতিক অঙ্গন উত্তাপ ছড়াতে থাকে। এর পরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে এনসিপির নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানান ‘পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।’

এরপর শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার দফতর থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপিকে এবং রাত ৮টায় জামায়াতকে যমুনায় আমন্ত্রণ জানানো হয়।

সারাবাংলা/এজেড/এমপি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর