Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি’র বৈঠক রাতে

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৯:১৮ | আপডেট: ২৪ মে ২০২৫ ২২:২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সাক্ষাৎ করতে যাবেন।

এদিন সন্ধ্যায় এনসিপি’র যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বৈঠকটি প্রধান উপদেষ্টার আমন্ত্রণে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে দলীয় সূত্র বলছে, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সুষ্ঠু নির্বাচন আয়োজন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে।

সারাবাংলা/এফএন/পিটিএম

এনসিপি টপ নিউজ প্রধান উপদেষ্টা বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর