Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে ২ পক্ষের পৃথক কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৯:২৭ | আপডেট: ২৪ মে ২০২৫ ১৯:৩০

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি।

পাবনা: অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, মামলা প্রত্যাহারসহ সাত দফা এবং বাংলাদেশ আরইবি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে পল্লী বিদ্যুত সমিতির চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর) এর কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে, মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতিবাদে আরইবি’র সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ মে) দিনব্যাপী পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দফতর চাটমোহরে পৃথক পৃথক এই কর্মসূচি পালন করা হয়।

পল্লী বিদ্যুৎ কর্মচারীদের মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী। এ সময় তারা অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, মামলা প্রত্যাহার, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, বৈষম্য, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদ জানান। তারা নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিতসহ সাত দফা দাবি বাস্তবায়নের কথা বলেন। সেইসঙ্গে আন্দোলনকারীরা আরইবি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।

কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, তাদের কর্মসূচির শুরুতেই সমিতির জিএম আব্দুল্লাহ আল আমিন চৌধুরী তাদের বাধা দেন এবং কর্মসূচি না করার জন্য নির্দেশ দেন। একইসঙ্গে তিনি আরইবি’র কর্মসূচির সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ দেন।

আন্দোলনকারীরা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির সংস্কার চাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। চরম বৈষম্যের শিকার তারা। মার্চ টু ঢাকার প্রতি সংহতি প্রকাশ করে চাটমোহরে কর্মসূচি করতে গেলে জিএম তাদের বাধা প্রদান করেন।

অপরদিকে আরইবি’র নির্দেশনা মোতাবেক পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল আমিন চৌধুরী কতিপয় কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে মার্চ টু ঢাকা কর্মসূচির বিরোধিতা করে সমিতির চাটমোহর সদর দফতরের সামনে মানববন্ধন করেন। তার সঙ্গে সমিতির ১৫-২০ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সাত দফা দাবি আদায়ের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচিতে বাধা প্রদান বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম আব্দুল্লাহ আল আমিন চৌধুরী বলেন, ‘তাদের কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। তারা তো কর্মসূচি পালন নয়, ব্যানার টাঙ্গাতে এসেছিল। পরে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধান হয়েছে। আমাদের সমিতির কোন কর্মকর্তা-কর্মচারি ঢাকাতে যায়নি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

চেয়ারম্যানের পদত্যাগের দাবি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১