Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি আতিকসহ ১৭ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৯:৩৬ | আপডেট: ২৪ মে ২০২৫ ২২:২৪

শেরপুর-১ আসনের সাবেক এমপি মো. আতিউর রহমান আতিক।

ঢাকা: শেরপুর-১ আসনের সাবেক এমপি মো. আতিউর রহমান আতিকসহ ১৭ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

শনিবার (২৪ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন- আতিকের স্ত্রী শান্তনা বেগম, সিকদার গ্রুপের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদারের স্ত্রী ও ন্যাশনাল ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মনোয়ারা সিকদার, দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, হাসান টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ও ব্রডওয়ে রিয়েল এস্টেটের শেয়ারহোল্ডার আরিফ হাসান, ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ উজ্জামান খান, চেয়ারম্যান মো. ইসমাইল, পরিচালক মোহাম্মদ ফজলে রাব্বি এবং পরিচালক তওসিফ সাইফুল্লাহ্।

এছাড়া ন্যাশনাল ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ রইস উদ্দিন, ব্যাংকটির কোম্পানি সেক্রেটারি ও সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল, একই ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ, ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ (সি এম আহমেদ), সাবেক পরিচালক পারভীন হক সিকদার, পরিচালক মোয়াজ্জেম হোসেন, সাবেক পরিচালক খলিলুর রহমান, সাবেক পরিচালক মাবরুর হোসেন এবং সাবেক সাব রেজিস্টার মো. রজব আলী।

সাবেক এমপি আতিক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, আতিকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান চলছে। তারা বিদেশে পালাতে পারেন বলে জানা গেছে। তাই তাদের বিদেশ যাওয়া আটকানো প্রয়োজন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এমপি

আইন আদালত বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সাবেক এমপি মো. আতিউর রহমান আতিক