Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্তুগালে বাংলাদেশি ফেসবুক গ্রুপ এডমিনদের বিরুদ্ধে থানায় মামলা

আমিরুল ইসলাম, লিসবন থেকে
২৪ মে ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ২৪ মে ২০২৫ ১৯:৫৭

পর্তুগাল: পর্তুগালে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাংলাদেশি কমিউনিটিসহ পর্তুগালে বসবাস করা বিভিন্ন সাংবাদিকের বিরুদ্ধে মানহানিমূলক বিভিন্ন ধরনের পোস্ট প্রচার করে আসছে এটি চক্র। সাম্প্রতিক সময়ে পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পরিচিত মুখ এবং সমাজকর্মীদের টার্গেট করে এই পোস্টগুলা করা হচ্ছে। সর্বশেষ, গত ২১ মে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল আহম্মেদকে নিয়ে মানহানিকর ভিত্তিহীন উদ্দেশ্যমূলক মিথ্যা একটি পোস্ট বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিয়েছে একটি কুচক্রী মহল ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ মে) এই ঘটনায় বাদী হয়ে পর্তুগালের দশটির অধিক ফেসবুক গ্রুপ ও দুইজন বাংলাদেশি এডমিনদের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল আহম্মেদ।

মানহানিমূলক পোস্ট, অবৈধ কাজের বিজ্ঞাপন, বাংলাদেশ থেকে ভুয়া লাইসেন্স বানিয়ে নিয়ে আসাসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে উদ্দেশ্যমূলক সম্মানহানিমূলক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের দায়ে এই মামলা করা হয়।

মামলায় তিনি উল্লেখ করেছেন, বিভিন্ন সময়ে পর্তুগালের এই গ্রুপগুলোতে পর্তুগালে বসবাস করা বাংলাদেশিদের মধ্যে সামাজিক, রাজনৈতিক এবং সাংবাদিকদের উদ্দেশ্যপ্রণীত সম্মানহানিকর বিভিন্ন ধরনের পোস্ট করা হয়ে থাকে এই গ্রুপগুলোয়।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাসেল আহম্মেদ বলেন, ‘সম্প্রতি সময়ে পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির সম্মানিত ব্যক্তিবর্গকে নিয়ে অপপ্রচার মানহানিকর বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে আসছে একটি কুচক্রী মহল। আমি আমার আইনজীবীর পরামর্শ নিয়ে শুক্রবার ২৩ মে সন্ধ্যায় প্রায় দশের অধিক ফেইসবুক গ্রুপ এডমিনদের নামে মামলা দায়ের করি।’ এসব বিষয়ে খতিয়ে দেখতে গ্রুপ এডমিনদের আইনের আওতায় নিয়ে আসতেই মামলাটি করেছেন বলে তিনি জানান।

এ বিষয়ে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি রনি মোহাম্মদ বলেন, ‘শুধু সম্মানিত ব্যক্তিবর্গদের নিয়েই নয় বরং অবৈধ ব্যবসা,অবৈধ বিজ্ঞাপন,ফেক ড্রাইভিং লাইসেন্স এর বিজ্ঞাপন বিভিন্ন অপকর্মমূলক পোস্ট এসব গ্রুপে প্রচার করা হয়। এসব অপপ্রচারের ফাঁদে পড়ে অনেক প্রবাসী বাংলাদেশিরা বর্তমান সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।’ পর্তুগাল বাংলা প্রেসক্লাব পর্তুগালের আইনের প্রতি শ্রদ্ধাশীল এই গ্রুপ এডমিনদের ধরতে আইনের আওতায় নিয়ে আসার জন্য পর্তুগালের আইন-শৃঙ্খলা বাহিনীদের তথ্য দিয়ে সহযোগিতা করবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশ দূতাবাসকে তাদের পরিচয় চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি।’

মামলার আইনজীবী এডভোকেট মিগেল তাভারেস কারবালো বলেন, ‘মামলাটি করা হয়েছে মানহানিমূলক অপপ্রচার বিরুদ্ধে, পাশাপাশি যেসব গ্রুপের এডমিনদের ধরে জিজ্ঞাসাবাদে জন্য পর্তুগাল পুলিশের (পিএসপি) কাছে এরইমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

এডভোকেট মিগেল তাভারেস কারবালোর সহকারি শাহ মোহাম্মদ তানভীর বলেন, ‘এরইমধ্যে অবৈধ কাজে জড়িয়ে থাকার অপরাধে আমাদের অনেক বাংলাদেশিরা পর্তুগালের জেলখানাতে আছেন শুধু তাই নয়, এরইমধ্যে অবৈধভাবে জালিয়াতিমূলক বিভিন্ন কাজ বিভিন্ন বাংলাদেশের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে পর্তুগাল আইনশৃঙ্খলা বাহিনী, যা আমাদের বাংলাদেশিদের জন্য লজ্জার, আমাদের উচিত পর্তুগালে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।’

যারা অপরাধী তাদের আশ্রয় প্রশ্রয় না দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তাদের নাম প্রকাশ করার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

পর্তুগাল ফেসবুক মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর