Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূষণবিরোধী অভিযানে ৪ জেলায় জরিমানা আদায়

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ২০:১৩ | আপডেট: ২৪ মে ২০২৫ ২০:৪৯

পরিবেশ অধিদফতরের অভিযান

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদফতর কর্তৃক বায়ু দূষণ, শব্দ দূষণ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়ে চার জেলায় জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (২৪ মে) এই সব মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর জেলায় বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুসারে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি মামলার মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

ফরিদপুর জেলায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২টি মামলার মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৭২ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানে কয়েকটি সুপারশপ ও দোকানে অভিযান চালিয়ে দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন বিষয়ে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।

ঢাকার মিরপুর-১ এলাকায় মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গতকারী যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৬টি যানবাহনের চালকের বিরুদ্ধে ৬টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মানিকগঞ্জ ও ফরিদপুর জেলায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুযায়ী দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আটটি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দূষণবিরোধী এ ধরনের অভিযান সারাদেশে অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।

সারাবাংলা/এফএন/এইচআই

জরিমানা দূষণ দূষণবিরোধী অভিযান পরিবেশ অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর