Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক
উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানাল বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ২১:২২ | আপডেট: ২৪ মে ২০২৫ ২২:৩৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দলটির নেতারা এ দাবি জানান। বৈঠক শেষে বের হয়ে যমুনার সামনে ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান ও সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির নেতাকর্মীরা- এ কথা উল্লেখ করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনসংশ্লিষ্ট কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ প্রণয়নের দাবি আমরা জানিয়েছি। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে, অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণে প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা।’

তিনি আরও বলেন, ‘যেকোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি- স্বৈরাচার আবার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায়-দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সংশ্লিষ্টদের ওপর বর্তাবে।’

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি। বরং প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। ’

এর আগে, এদিন রাত পৌনে ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হওয়া বৈঠক চলে ৫০ মিনিটের মতো। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেন।

সারাবাংলা/পিটিএম

উপদেষ্টা পরিষদ টপ নিউজ দাবি পুনর্গঠন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর