ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা। পরিকল্পনার অংশ হিসেবে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা যমুনায় প্রবেশ করেন।
বৈঠকে তারা অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে নির্বাচন, বিচার ও সংস্কার বিষয়ে তাদের অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ও দলের আরও দুই নেতা এবং বিএনপির দুই নেতা— সালাহউদ্দিন আহমেদ ও মোশাররফ হোসেন বৈঠক করেন।