Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে বড় ভাইয়ের কাস্তের আঘাতে ছোট ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ২২:১১ | আপডেট: ২৪ মে ২০২৫ ২২:১৫

বড় ভাইয়ের কাস্তের আঘাতে নিহত কাইয়ুম হাওলাদার। ছবি: সংগৃহীত

ফরিদপুর: ফরিদপুরে বড় ভাইয়ের কাস্তের আঘাতে ছোট ভাই খুন হয়েছেন। শনিবার (২৪ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (২২ মে) রাতে ঝগড়ার এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত হন তিনি। নিহত কাইয়ুম হাওলাদার (২০) জেলার সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামের ইউনুছ হাওলাদারের ছোট ছেলে। তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে চা-সিগারেটের দোকান করতেন।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি কাইয়ুম সৌদি আরবে যাওয়ার জন্য সবধরনের প্রস্তুতি চালাচ্ছিলেন। এজন্য তাকে পরিবারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দেন তার মা-বাবা। এ নিয়ে বড় ভাই নাইম হাওলাদার রাহিমের সঙ্গে বিরোধ বাধে। বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের বাকবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই রাহিম ছোট ভাই কাইয়ুমের পেটে ধারালো কাস্তে দিয়ে আঘাত করে জখম করে।

গুরুতর আহতাবস্থায় কাইয়ুমকে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যায়।

এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/পিটিএম

কাস্তের আঘাত খুন ছোট ভাই টপ নিউজ বড় ভাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর