Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ২২:১৬ | আপডেট: ২৪ মে ২০২৫ ২২:১৮

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে স্ত্রী সাকিলা আক্তার (৩৫) নিহত এবং স্বামী শাকিব গাজী (৪২) আহত হয়েছেন।

শনিবার (২৪ মে) দুপুরে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের হাঁসাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, ওই দম্পতি মোটরসাইকেল করে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে স্বামী-স্ত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিস তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় সাকিলা আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। শাকিব গাজী সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/এইচআই

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মোটরসাইকেল আরোহী সড়ক দুুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর