Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইল বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ২২:৩৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাইল বিএনপি। শনিবার (২৪ মে) রাতে ‘যমুনা’য় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলের পক্ষ থেকে এ দাবিগুলো তুলে ধরা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনি রোডম্যাপ দাবি করে আসছে। সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছি আমরা।’

তিনি বলেন, ‘বিএনপির প্রতিটি নেতাকর্মী পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ, এজন্য আওয়ামী লীগের বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির। এই বিচারপ্রক্রিয়া কোনোভাবে অসম্পন্ন থেকে গেলে বিএনপি সরকারের গেলে বিচারের আওতায় এনে তা স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করবে— এ বিষয়টিও আমরা প্রধান উপদেষ্টা বলেছি।’

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছি। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে, অন্তবর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। যেকোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে আমরা মনে করি, স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায় দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সাথে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।’

প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কি না?— এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। তারা বিষয়টা এখন আলোচনা করে দেখবেন। তার পর প্রেসউইংয়ের মাধ্যমে তাদের সিদ্ধান্ত জানাবেন।’

আপনারা এতে সন্তুষ্ট কি না?— এমন প্রশ্নের জাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এখনই কোনো প্রতিক্রিয়া দেব না। আগে তারা তাদের বক্তব্য প্রেসকে জানাক।’

প্রধান উপদেষ্টার পদত্যাগ বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না?— এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমার কখনো প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছি। লিখিতভাবেও জানিয়েছি আবার মুখেও বলেছি।’

অপর এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘যেসব বিষয় ঐক্যমত হয়েছে, সেসব বিষয় সংস্কার করে ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব— সে কথাটাই আমরা বলে এসেছি। এখন দেখা যাক তারা কী বক্তব্য দেয়। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি।’

এর আগে, এদিন রাত পৌনে ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হওয়া বৈঠক চলে ৫০ মিনিটের মতো। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

উপদেষ্টা পরিষদ ডিসেম্বর নির্বাচন পুনর্গঠন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর