Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে: নজরুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ২২:৫৩ | আপডেট: ২৪ মে ২০২৫ ২২:৫৯

বগুড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বগুড়া: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কার জরুরি, আলোচনার মাধ্যমে সম্পূর্ণ করে দ্রুত জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।

শনিবার (২৪ মে) বিকেলে বগুড়া শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশন বলেছে, ‘জুন মাসের মধ্যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাবে।’ সংস্কার কমিশনের ঐকমত্য কমিশনার প্রধান বলেছে, ‘আগামী এক মাসের মধ্যে তারা রাজনৈতিক দলের সঙ্গে যে আলোচনা করেছেন, সেই আলোকে একটি সনদ তৈরি করতে পারবেন।’ তাই জুন মাসের মধ্যে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি দুটোই সম্পন্ন হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন হতে সমস্যা নেই।’’

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে নজরুল ইসলাম বলেন, ‘সরকারকে মনে রাখতে হবে আপনারা স্থায়ী সরকার নন, আপনারা নির্বাচিত সরকারও নন। আপনাদের একটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করে আপনাদের চলে যেতে হবে। জনগণ স্থায়ী সরকার চায়।’

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভী।

সমাবেশ চলার সময় শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে ভিজেই প্রধান অতিথির বক্তব্য শুনেন উপস্থিত নেতা-কর্মীরা।

সারাবাংলা/এইচআই

নজরুল ইসলাম খান নির্বাচন বগুড়া বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর