ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তিনি এক কথার মানুষ, তার প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটবে না।
শনিবার (২৪ মে) রাত সাড়ে ১০টায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সারাবাংলা
এর আগে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ড. আলী রীয়াজ উপস্থিত ছিলেন।