সিলেট: জনগণের আমানতধারী প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশের পথ রচনার আহ্বান জানিয়ে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, সাবর্জনীন ইস্পাত কঠিন ঐক্য গড়ে দেশকে সঠিক গন্তব্যের পথে এগিয়ে নিতে হবে।
শনিবার (২৪ মে) বিকেলে সিলেট নগরীর পিটিআই অডিটরিয়ামে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘দেশে, বিদেশে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের মাধ্যমে যে অধিকার প্রতিষ্ঠা করেছেন তা থেকে কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না। দেশের মানুষের সঙ্গে হাজার হাজার প্রবাসীরাও ফ্যাসিবাদের পতনের জন্য ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্য জুড়ে আন্দোলন করেছেন। প্রবাসীরা ফ্যাসিবাদের পতনে লন্ডন শহর অচল করে দিয়েছিলেন। সৌদি আরব ও আরব আমিরাতে নিষিদ্ধ রাজনৈতিক পরিবেশে মিছিল সমাবেশ করার কারণে অনেকেই গ্রেফতার হয়েছিলেন।’
তিনি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে বাংলাদেশ অর্থনীতির ‘লাইফলাইন’ উল্লেখ করে বলেন, ‘গত এক বছরে প্রবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৩০ বিলিয়ন ডলার। এরমধ্যে সিলেটি প্রবাসী পাঠিয়েছেন ৮ বিলিয়ন ডলার, যা মোট রেমিট্যান্সের ২৬ শতাংশ। প্রবাসীদের রেমিট্যান্স আমাদের জিডিপির ৬/৭ শতাংশ ছিল। বর্তমানে এটা ৯ শতাংশে উন্নিত হয়েছে। বাংলাদেশের প্রবাসীরা আমাদের অর্থনীতির সবচেয়ে বড় যোগানদাতা। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে যে অনুদান দেওয়া হচ্ছে তা সরকারের কোনো টাকা নয়, প্রবাসীদের টাকা থেকেই এই অনুদান দেওয়া হচ্ছে।‘
তিনি বলেন, ‘সিলেট প্রবাসী অধ্যূষিত এলাকা। সিলেটবাসী প্রবাসীদের পথ দেখিয়েছেন। আমাদের প্রবাসীরা হচ্ছেন চাকরিদাতা। সিলেটের প্রবাসীরা বাংলাদেশ অর্থনীতিতে যে বিশাল যোগান দেন তার ন্যায্য হিস্যা আমরা পাই না। সময় এসেছে সিলেটের প্রবাসীরা যা দেন ঠিক ততোটাই যেন রিটার্ন পান।’
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক গিয়াস উদ্দিন আহমদ।
এ ছাড়াও অনুষ্ঠানে সম্মনিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী, এসএমপি কমিশনার অতিরিক্ত (আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রেজাউল করিম পিপিএম, সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহ্বুব মুরাদ।
বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়া বলেন, ‘একাত্তরে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম কিন্তু মুক্তি পাইনি। ৫ আগস্টে এই জাতি মুক্তির স্বাদ পেয়েছে।’
তিনি অনৈক্য ও বিভেদের বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘অনৈক্য ও বিভেদের দেয়াল ভেঙ্গে দিন, ঐক্যবদ্ধ থাকুন। সকল ফ্যাসিবাদের বিচার হতে হবে।’
সভাপতির বক্তব্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রবাসী সিলেটবাসীর অনন্য অবদানের কথা স্মরণ করে বলেন, ‘সিলেটের লাখো প্রবাসীরা বাংলাদেশে অর্থনীতিকে সমৃদ্ধ করছেন।’
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে সিলেট বিভাগের চার জেলার ১১৬ জনকে ৫ কোটি ১৫ লাখ টাকার অনুদানের চেক দেন।