নেত্রকোনা: জেলার পূর্বধলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। ছেলের বিয়ের পাত্রী দেখে বাড়ি ফিরছিলেন তারা। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
শনিবার (২৪ মে) সন্ধ্যার পর পুর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে পাবই শেখপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলা ছোছাউড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যার পর ব্যাটারিচালিত অটোরিকশায় করে চালকসহ চারজন পূর্বধলার উদ্দেশে যাচ্ছিলেন। পাবই শেখপাড়া পৌঁছলে অপরদিক থেকে আসা কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালকসহ দু’জন মারা যান। এ সময় আহত হন দু’জন।
নিহতদের স্বজনরা জানান, নিজাম উদ্দিন নিজে অটোরিকশা চালিয়ে স্ত্রী, মেয়ে ও মেয়ের মামাকে নিয়ে ফাজিলপুর বাজারের পাশে ছেলের জন্য পাত্রী দেখতে যান। বাড়ি ফেরার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডাভ্যানের চালক ও হেলপারকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।