নারীদের চ্যাম্পিয়নস লিগে গত কয়েক মৌসুম ধরেই দাপট বার্সেলোনার। শেষ ৪ মৌসুমের ৩টি শিরোপাই উঠেছে তাদের ঘরে। হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে আর্সেনালের বিপক্ষে মাঠে নেমেছিলেন বার্সার মেয়েরা। তবে নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ফেভারিট বার্সাকে ১-০ গোলে হারিয়ে ১৮ বছর পর ইউরোপ সেরা হয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল।
পর্তুগালের লিসবনে নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সা ও আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দল বার্সা। পুরো ম্যাচে বেশিরভাগ সময়ই বল ছিল বার্সার দখলে। একের পর এক আক্রমণ সাজালেও গোলের দেখা পাননি তারা।
বার্সাকে হতবাক করে ৭৪ মিনিটে লিড নেয় আর্সেনাল। সুইডিশ ফরোয়ার্ড স্টিনা ব্লাকস্টেনিউসের গোলে আনন্দে মাতে গানার্সরা। শেষ পর্যন্ত তার এই গোলই জয়ের জন্য যথেষ্ট হয়েছে।
এই নিয়ে দ্বিতীয়বার নারীদের চ্যাম্পিয়নস লিগ জিতল আর্সেনাল। ১৮ বছর আগে টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন তারা। তখন এই টুর্নামেন্টের নাম ছিল ইউয়েফা উইমেনস কাপ।