ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকা প্রায়ই দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে থাকলেও, আজ তা দেখা যায়নি। রোববার (২৫ মে) সকাল ৯টা ২৩ মিনিটে আন্তর্জাতিক মানের পরিবেশ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) প্রকাশিত তালিকায় দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দূষিত ১০টি শহরের মধ্যে ঢাকা নেই। তবে দেশ হিসেবে রয়েছে বায়ুদূষণে ২০তম অবস্থানে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ১৯১, যা “অস্বাস্থ্যকর” পর্যায়ে পড়ে। এর পরেই রয়েছে সান্তিয়াগো (চিলি) — AQI ১৬৫, কায়রো (মিশর) — AQI ১৬০, কাবুল (আফগানিস্তান) ও উহান (চীন) — উভয়েরই AQI স্কোর ১৫৩।
শীর্ষ ১০ দূষিত শহরের তালিকা (AQI অনুযায়ী):
১. কুয়েত সিটি, কুয়েত – ১৯১
২. সান্তিয়াগো, চিলি – ১৬৫
৩. কায়রো, মিশর – ১৬০
৪. কাবুল, আফগানিস্তান – ১৫৩
৫. উহান, চীন – ১৫৩
৬. বাগদাদ, ইরাক – ১৪৯
৭. সাংহাই, চীন – ১৪৭
৮. কাঠমান্ডু, নেপাল – ১২৭
৯. হাংজু, চীন – ১২৪
১০. কাম্পালা, উগান্ডা – ১১৩
তবে এর অর্থ এই নয় যে বাংলাদেশের বায়ু এখন স্বস্তিদায়ক। কারণ, দেশ হিসেবে বাংলাদেশ এখনও বায়ুদূষণের দিক দিয়ে শীর্ষ ২০ দেশের মধ্যে রয়েছে — অবস্থান ২০তম।
বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে বায়ুদূষণের মাত্রা কিছুটা কমে এলেও, শীতকাল এলেই আবার ঢাকাসহ অন্যান্য শহরে দূষণ আশঙ্কাজনকভাবে বাড়ে। শিল্প কারখানা, যানবাহনের কালো ধোঁয়া এবং নির্মাণকাজে নিয়ন্ত্রণহীন ধুলা-বালু এই দূষণের অন্যতম কারণ।
পরিবেশবিদরা মনে করছেন, তালিকায় নাম না থাকলেও, এই সময়টাতে দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে শীত মৌসুমে পরিস্থিতি আবারও ভয়াবহ হয়ে উঠতে পারে।