Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসএল ফাইনালে রিশাদ-সাকিবদের খেলা যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৫ ১০:০৭

পিএসএলের ফাইনালে মুখোমুখি লাহোর-কোয়েটা

গ্রুপ পর্ব ও প্লে-অফের দীর্ঘ এক লড়াই শেষে পিএসএলের এবারের আসরের ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আজ পিএসএলের এই মৌসুমের ফাইনালে মুখোমুখি লাহোর-কোয়েটা।

সাকিব-রিশাদের দল লাহোরের যাত্রাটা খুব একটা সহজ ছিল না। গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত ঝুলছিল তাদের প্লে-অফ ভাগ্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতেই প্লে -অফে খেলা নিশ্চিত করে লাহোর।

প্রথম কোয়ালিফায়ার জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল কোয়েটা। সাকিব আল হাসান ও রিশাদের দল লাহোরকে খেলতে হয়েছে দুটি প্লে-অফ ম্যাচ। প্রথম এলিমিনেটরে করাচি কিংসকে হারিয়েছেন তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে রিশাদ জাদুতে পেশোয়ার জালমিকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছেন তারা।

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এবারের আসরের ফাইনালে লড়বে লাহোর-কোয়েটা। ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে নাগরিক টিভিতে। এছাড়াও পিটিভি স্পোর্টসে দেখা যাবে ফাইনাল।

টিভি ছাড়াও অনলাইনে খেলাতি উপভোগ করতে পারবেন ক্রিকেট ভক্তরা। ফুবো অ্যাপসে দেখা যাবে ফাইনাল ম্যাচটি। ফাইনাল সম্প্রচার করবে জিও নেটওয়ার্কও।

সারাবাংলা/এফএম

পিএসএল ২০২৫ রিশাদ হোসেন সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর