Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গুলিবিদ্ধ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবরের’ হাসপাতালে মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১০:২০ | আপডেট: ২৫ মে ২০২৫ ১২:৩৪

আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর (৪৪)।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুইদিন আগে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে দুর্বৃত্তদের গুলিতে আকবর আহত হয়েছিলেন।

রোববার (২৫ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, গুলিবিদ্ধ আকবর চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সকাল ৮টায় তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

মৃত আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর (৪৪) নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির অভিযোগে ১০টি মামলা আছে বলে জানা গেছে।

গত শুক্রবার (২৩ মে) রাত সাড়ে আটটার দিকে নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঢাকাইয়া আকবরসহ দুজন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আকবর। এসময় ১০ থেকে ১২ জনের একটি দল গিয়ে আকবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি লুটিয়ে পড়লে অস্ত্রধারীরা চলে যায়।

সন্ত্রাসী ঢাকাইয়া আকবর চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত। গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা শপিংমল থেকে গ্রেফতারের পর সাজ্জাদ এখন কারাগারে আছেন।

তবে ছোট সাজ্জাদের অনুসারী সন্ত্রাসীরা এখনও তৎপর আছেন। গত ২৯ মার্চ নগরীর বাকলিয়ায় তার অনুসারীরা আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেনকে বহনকারী প্রাইভেট কার লক্ষ্য করে গুলি করে। এতে দুজন নিহত হন।

বিজ্ঞাপন

ঢাকাইয়া আকবরের ওপর হামলার ঘটনায়ও ছোট সাজ্জাদের অনুসারীরা জড়িত বলে তার স্বজনদের অভিযোগ।

সারাবাংলা/আরডি/এমপি

গুলিবিদ্ধ সন্ত্রসী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর