ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয় জনকে হত্যা মামলায় চার পুলশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
রোববার (২৫ মে) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। ট্রাইব্যুনালে আনা আসামিরা হলেন- পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসির।
এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়া এ মামলায় আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের জন্য আজকের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
গত ২২ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
বাকি দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ওই দিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, শহিদুল ইসলাম সরদার ও গাজী এমএইচ তামিম।