ইয়েমেনের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে আল-কায়েদের পাঁচজন সদস্য নিহত হয়েছে।
শনিবার (২৪ মে) ইয়েমেনের দুটি নিরাপত্তা সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।
আবিয়ান প্রদেশের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই এলাকার বাসিন্দারা যুক্তরাষ্ট্রের বিমান হামলার কথা নিশ্চিত করেছেন। হামলায় আল-কায়েদার পাঁচ সদস্য নিহত হন বলে জানান তারা। সীমান্ত অঞ্চল এডেনে এ ঘটনা ঘটে। যেখানে আন্তর্জাতিক স্বীকৃত সরকার রয়েছে।
দ্বিতীয় সূত্রটি জানিয়েছে, শুক্রবার (২৩ মে) বিকেলে খাবার আল-মারাকশার উত্তরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে পাঁচজন নিহত হয়েছে। ওই অঞ্চলটি পাহাড় বেষ্টিত এবং আল-কায়েদা ব্যবহার করে থাকে। ধারণা করা হচ্ছে, হামলায় আল-কায়েদার স্থানীয় এক নেতাও নিহত হয়েছেন।