Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাশ পোড়ানো মামলা: ট্রাইব্যুনালে ৭ পুলিশ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১২:২৯ | আপডেট: ২৫ মে ২০২৫ ১৬:০৬

অভিযুক্তদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাত পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

রোববার (২৫ মে) বেলা ১১টায় কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। এরই মধ্যে এ মামলার তদন্ত শেষ হয়েছে। প্রসিকিউশনের কাছে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে তদন্ত সংস্থার।

এ মামলায় গত ২৪ ডিসেম্বর সাবেক এমপি সাইফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। তবে সাইফুল ইসলাম এখনও পলাতক রয়েছেন। এরই মধ্যে গ্রেফতার হয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, তৎকালীন ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক ও কনস্টেবল মুকুল।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশ কর্মকর্তা মামলা লাশ পোড়ানো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর