পাবনা: তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের মতো পাবনা জেলাতেও পেট্রোল পাম্প বন্ধ রয়েছে।
রোববার (২৫ মে) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।
সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে উত্তরবঙ্গের ১৬ জেলায় তেল সরবরাহ করা হয়। ভোর ৬টা থেকে সেই তেল সরবরাহ বন্ধ থাকায় পাবনায় তেল বিক্রিও বন্ধ রয়েছে।
পাবনা শহরের বিভিন্ন তেল পাম্পে গিয়ে দেখা যায়, তেল পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ রয়েছে। বিভিন্ন যানবাহন চালকরা তেল নিতে গিয়ে ফিরে যাচ্ছেন। জরুরি কাজে বাইরে বেড়িয়ে বিড়ম্বনায় পড়েছেন তারা।
পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানান, বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ডাকে ধর্মঘট পালন করা হচ্ছে। দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে, তাদের দাবিসমূহ বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ২৪ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সংগঠনটি।