Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. জাহাঙ্গীর কবিরের নামে সব ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১২:৪৪ | আপডেট: ২৫ মে ২০২৫ ১৬:০৬

ডা. জাহাঙ্গীর কবির।

ঢাকা: ডা. জাহাঙ্গীর কবিরের নামে খোলা সব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ বিজ্ঞাপন-প্রচারণা অবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

রোববার (২৫ মে) হাইকোর্টর সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করা হয়। ডা. জাহাঙ্গীর কবিরের পক্ষে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তারিকুল ইসলাম।

রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান, জাতীয় ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, ফেসবুক এবং ফেসবুকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভকে বিবাদী করা হয়।

এর আগে, ২০ মে ডাক ও রেজিস্ট্রার যোগে ডা. জাহাঙ্গীর কবিরের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠান এই আইনজীবী। নোটিশে ডা. জাহাঙ্গীর কবিরের নামে যত ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তা বন্ধ করতে বলা হয়। একই সঙ্গে বন্ধ থাকা তার মূল অ্যাকাউন্টটি চালু করার দাবি জানানো হয়। এতে সাতদিনের মধ্যে আবেদন অনুসারে ব্যবস্থা চেয়েছেন। তবে লিগ্যাল নোটিশের পর কোনো পদক্ষেপ না নেয়ায় রিট করেন আইনজীবী তারিকুল।

জানা গেছে, ফেসবুকে ডা. জাহাঙ্গীর কবির নামে শত শত পেজ রয়েছে। বেশিরভাগ পেজেই কৌশলে ব্লু-ব্যাজ পাওয়া আইডির প্রোফাইল পিক ব্যবহার করা হয়েছে। নকল এসব পেজে ডা. জাহাঙ্গীর কবিরের কণ্ঠ কপি (নকল) করে বৈধ-অবৈধ ওষুধের প্রচারণা চালানো হচ্ছে। এমনকি যৌন উত্তেজক ওষুধেরও বিজ্ঞাপন দিচ্ছে। এসব নিয়ে বিব্রত পরিস্থিতিতে পড়েছেন চিকিৎসক জাহাঙ্গীর কবির।

রিটকারীর আইনজীবী মো. তারিকুল ইসলাম বলেন, ডা. জাহাঙ্গীর কবিরের নামে ১০০টি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ডিজঅ্যাবল করে দেওয়া হয়। এজন্য জিডিও করেছেন ডা. জাহাঙ্গীর কবির। গত ১২ মে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান বরাবর একটি আবেদন দেন তিনি।

বিজ্ঞাপন

এছাড়া বিষয়টি নিয়ে গত ৩০ এপ্রিল সংবাদ সম্মেলন করেন ডা. জাহাঙ্গীর কবির। তার নামে অসাধু চক্র অসংখ্য পেজ খুলে অবৈধ ওষুধ বিক্রি করছে বলে অভিযোগ তোলেন। একই সঙ্গে নিজের ভেরিফায়েড পেজ বন্ধ করে দেওয়ার খবর জানান। রো

সারাবাংলা/আরএম/ইআ

ডা. জাহাঙ্গীর কবির ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট