কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি।’
রোববার (২৫ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি সেবা সপ্তাহের স্টলের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফৌজিয়া খান।
পরে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ফৌজিয়া খানের এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সেবা গ্রহীতাসহ অনেকেই।