Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের পাঞ্জাবে তীব্র ঝড়-বৃষ্টি, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২৫ ১৩:২০ | আপডেট: ২৫ মে ২০২৫ ১৬:০৬

ছবি: ডন।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শনিবার (২৪ মে) থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি ও তীব্র ঝড় যাতে এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৯০ জন। এর পাশাপাশি, ভেঙে পড়েছে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা। সড়ক ও আকাশপথে যোগাযোগ ব্যাহত রয়েছে এবং বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

তবে পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) বলছে, পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত ও ৯২ জন আহত হয়েছেন। উচ্চ সতর্কাবস্থা জারি করে সংস্থাটি জানিয়েছে, রোববারও প্রদেশটির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি ও ঝড় বয়ে যেতে পারে।

পিডিএমএ’র দেওয়া তথ্যের বরাতে ডন জানায়, লাহোরে তিনজন, ঝিলমে দুইজন এবং রাওয়ালপিন্ডি, শেখুপুরা, নানকানা সাহিব, শিয়ালকোট, মিনওয়ালি, লায়্যা ও ঝাং-য়েতে একজন করে মারা গেছেন।

লাহোরে বৃষ্টির সময় দেয়াল ধসে ও বজ্রপাতে তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

ঝিলমে দেয়াল ধসে ও বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া উড়ে আসা সোলার প্যানেলের আঘাতে আরও ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ছয়জন নারী।

রাওয়ালপিন্ডিতে বজ্রপাতের মধ্যে দেয়াল ধসের ঘটনায় একজন নিহত ও একটি শিশুসহ ১১ জন আহত হয়েছেন।

বাকি অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে প্রবল বৃষ্টির মধ্যে দেয়াল ধসে ও বজ্রপাতে। হতাহতের অনেকেই অনিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছেন। মুরিতে বৃষ্টির মধ্যে চলন্ত গাড়ি ছিটকে পড়ে দুইজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শেখুপুরায় ঝড়বৃষ্টির মধ্যে স্থানীয় একটি কারখানার ছাদ ধসে একজন শ্রমিক নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থলে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ ও আহতদের উদ্ধার করে শেখুপুরা জেলা হাসপাতালে পাঠানো হয়।

পাঞ্জাবের রিলিফ কমিশনার নাবিল জাভেদ বলেছেন, ঝড়ে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

তীব্র ঝড়-বৃষ্টি নিহত পাকিস্তান পাঞ্জাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর