Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে লরিচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৩:২৮ | আপডেট: ২৫ মে ২০২৫ ১৫:৪১

বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বনানী কাকলিতে সিমেন্ট মিক্সার মেশিন গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। রোববার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় দুইজন।

নিহতরা হলেন, আশফাকুর রহমান আসিফ (২৪) ও আসিফ মাহমুদ সম্পদ (২১)। ওসি আরও জানান, আশফাকুর রহমান আসিফের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বিসিক রোডের কুমারপাড়া এলাকায়। বাবার নাম মো. আলম। তিনি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই বিভাগের ছাত্র ছিল। বর্তমানে বাইক রাইড শেয়ার করতো। নিহত আসিফ মাহমুদ সম্পদ তার যাত্রী ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

বিজ্ঞাপন

এদিকে আসিফ মাহমুদ সম্পদের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চখলপুর গ্রামে। বাবর নাম মো. জাহিদুল ইসলাম। তিনি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তার বাবা টঙ্গী হাই কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি। ব্রেন টিউমারের অপারেশন হয়েছে। সেখান থেকে মোটরসাইকেলযোগে ঢাকায় খালার বাসায় যাচ্ছিল।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় মোটরসাইকেল চালাচ্ছিল আশফাকুর। পিছনে বসা ছিলেন আসিফ মাহমুদ। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে আসলে একটি সিমেন্ট মিক্সার মেশিনের গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে দুইজন মারা যান।

সারাবাংলা/এসএসআর/এমপি

নিহত মোটরসাইকেল আরোহী লরিচাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর