Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয়দিনের মতো কর্মবিরতিতে স্থবির এনবিআর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৪:৫৩ | আপডেট: ২৫ মে ২০২৫ ১৬:০৬

এনবিআর ভবনের সামনে কর্মবিরতি পালন করছেন এনবিআরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। এতে স্থবির হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির অধীনস্থ কাস্টমস, ভ্যাট ও শুল্ক বিভাগ। এনবিআর ভবনে শনিবারের মতো রোববারও (২৩ মে) অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে প্রতিষ্ঠানটিতে। এর আগে, অধ্যাদেশ বাতিলসহ ৪ দাবিতে প্রতিষ্ঠানটিতে কলমবিরতি চলে।

বিজ্ঞাপন

রোববার (২৫ মে) দুপুরে সরেজমিনে এনবিআর ভবনের সামনে দেখা গেছে, অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। মূল ফটকের সামনে অবস্থান করছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের হাতে নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা গেছে। এনবিআর ভবনের প্রতিটি ফ্লোরের বিভিন্ন রুমে অলস সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা। কোন কোন রুমের মূল ফটকে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলছে এমন লেখা সম্বলিত কাগজ ঝুলছে।

বিজ্ঞাপন

এনবিআরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচি পালিত হচ্ছে। অধ্যাদেশ বাতিলসহ সুনির্দিষ্ট চার দাবিতে পূর্বঘোষিত লাগাতার অসহযোগিতা ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে, গতকাল (শনিবার) এনবিআরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালিত হয়। রোববারও একইভাবে কর্মবিরতি চলছে।

এনবিআর কর্মকর্তাদের দাবিগুলো হলো- জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহ ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দফতরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এদিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে, রফতানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে। আর আগামী ২৬ মে (সোমবার) থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দফতরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

এনবিআর কর্মবিরতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর