Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে ‘দৈনিক নীলগিরি’ পত্রিকার যাত্রা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৫:০৩

উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটেন কেক কেটে জেলা প্রশাসক শামীম আরা রিনি।

বান্দরবান: ‘আমার দেশ, আমার অহংকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে ‘দৈনিক নীলগিরি’ নামে একটি দৈনিক পত্রিকার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা থেকে অনলাইনে ভাচুর্য়ালভাবে যুক্ত হয়ে পত্রিকার শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এ সময় তিনি ‘দৈনিক নীলগিরি’ পত্রিকার সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি পার্বত্য এলাকাবাসীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান এবং এই পত্রিকার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নের চিত্র যাতে ফুটে আসে তার জন্য পত্রিকা সংশ্লিষ্টদের আহ্বান জানান।

প্রেসক্লাবের হলরুমে কেক কেটে জেলা প্রশাসক শামীম আরা রিনি ‘দৈনিক নীলগিরি’ পত্রিকার উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ‘সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করতে হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ আর তাদের লেখনির মাধ্যমে সমাজের বিভিন্ন উন্নয়ন চিত্র সকলের মাঝে প্রচার হয়, তেমনি যেকোনো অসংগতি আসলে তা প্রশাসন নজর দিয়ে কাজ করার সুযোগ পায়।’

অনুষ্ঠানে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো.ফরহাদ সরদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান, বাংলাদেশ বেতার বান্দরবানের আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরোয়ার, ‘দৈনিক নীলগিরি’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোজাম্মেল হক লিটন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

উদ্বোধন দৈনিক নীলগিরি পত্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর