Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯ মামলা প্রত্যাহার হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৫:৫৪ | আপডেট: ২৫ মে ২০২৫ ১৭:৫৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯টি মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (২৫ মে) দুপুরে টাঙ্গাইল বনবিভাগের আওতাধীন মধুপুরের টেলকি এলাকায় শাল চারা রোপণকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে। তাই আসছে বর্ষায় বেশি বেশি শাল গাছ রোপণ করতে হবে। এখানে যারা বনবাসী আছেন তাদের এই বন রক্ষায় ভূমিকা পালন করতে হবে। এসব কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। বনে যে জায়গা বেদখল আছে সেগুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, শালবনে বাণিজ্যিকভাবে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণ করা হয়। সেগুলো ক্রমান্বয়ে বন্ধ করা হবে। এ ছাড়া মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ী এলাকায় সীমানা চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও সীমানা পিলার স্থাপনের মাধ্যমে ‘স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা’ প্রকল্পের কার্যক্রমও উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রখ্যাত বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, জেলা প্রশাসক শরীফা হক সহ বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী টাঙ্গাইল মধুপুর মামলা প্রত্যাহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর