Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দশ মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার ৪৭৬ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৫:৪৮ | আপডেট: ২৫ মে ২০২৫ ১৭:৫৭

ঢাকা: আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় বাড়লেও বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৭৬ কোটি টাকা। আলোচ্য সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৫৮ হাজার ৭৩২ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৫৬ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ৯২ শতাংশ পিছিয়ে আছে রাজস্ব আদায়।

রোববার (২৫ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক-কর আদায়ের হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্য মতে, লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ২৪ শতাংশ। গত ২০২৩-২৪ অর্থবছরের ১০ মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২ লাখ ৭৮ হাজার ২৪২ কোটি টাকা।

জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে এনবিআর-এর আওতাধীন রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা হচ্ছে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা।

হালনাগাদ তথ্যানুযায়ী, এপ্রিল পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৬৮০ কোটি ৫ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৯৪ হাজার ৯৩৮ কোটি ৮৪ লাখ টাকা আহরণ করতে পেরেছে এনবিআর। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৪৫ শতাংশ। গত অর্থবছরে আলোচ্য সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৯০ হাজার ৮৯৪ কোটি টাকা।

স্থানীয় পর্যায়ে মূসক (ভ্যাট) আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৯ হাজার ৪২২ কোটি। লক্ষ্যমাত্রার বিপরীতে ১ লাখ ১১ হাজার ২০২ কোটি টাকা আহরণ করতে পেরেছে এনবিআর। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশ। আলোচ্য সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশ। গত অর্থবছরের ১০ মাসে ভ্যাট আদায় হয়েছিল ১ লাখ ১১ হাজার ২০২ কোটি টাকা।

বিজ্ঞাপন

আমদানি ও রফতানি পর্যায়ে রাজস্ব আহরণেও বড় ঘাটতি দেখা যাচ্ছে। গত এপ্রিল পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬৩০ কোটি ৪৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৮১ হাজার ১১৬ কোটি টাকা শুল্ক আহরণ করতে পেরেছে এনবিআর। এ খাতে নেতিবাচক প্রবৃদ্ধি ১ দশমিক ৩৬ শতাংশ। গত অর্থবছরে ১০ মাসে শুল্ক আদায় হয়েছিল ৮২ হাজার ২৩৬ কোটি টাকার।

একক মাস হিসেবে শুধু এপ্রিলে রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৫৮০ কোটি ৫২ লাখ টাকা। আহরণ হয়েছে ৩০ হাজার ৭৭০ কোটি টাকা। অর্থাৎ গত মাসে লক্ষ্যমাত্রার চেয়ে কম আহরণ হয়েছে বা ঘাটতি রয়েছে ৫ হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকা। গত অর্থবছরে এ মাসে আহরণ হয়েছিল ২৮ হাজার ৬৫০ কোটি ৩৮ লাখ টাকা। সে হিসাবে আহরণের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৪০ শতাংশ। আর এপ্রিলের আহরণ সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে আছে ১৫ দশমিক ৮৮ শতাংশ।

এদিকে আগামী ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হবে। এ সময়ে এনবিআরের কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও কাস্টমস হাউজগুলোয় চলছে পূর্ণ কর্মবিরতি। এনবিআর বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে গত ১৪ মে থেকে শুরু হওয়া আন্দোলন এখনো চলমান রয়েছে।

সারাবাংলা/ইএইচটি/আরএস

ঘাটতি দশ মাসে রাজস্ব আদায়