Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৫:৫২ | আপডেট: ২৫ মে ২০২৫ ১৫:৫৪

মরদেহ। প্রতীকী ছবি

যশোর: যশোর-ঝিনাইদহ মহাসড়কের নতুন খয়েরতলার তেতুলতলা মোড়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র আসিফ হোসেন (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

নিহত আসিফ যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র এবং যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে। রোববার (২৫ মে) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সঙ্গে থাকা রাকিবুল ইসলাম শুভ জানান, তারা পাসপোর্ট অফিস থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আসিফ হোসেন হঠাৎ করে এলোমেলোভাবে মোটরসাইকেল চালাতে শুরু করে। শুভ তাকে সাবধানে ও স্বাভাবিকভাবে চালানোর অনুরোধ করলেও সে একইভাবে চালাতে থাকে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে আসিফ ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার তীব্রতায় আসিফের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

যশোর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ আবুল হাসনাত দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি হাইওয়ে পুলিশ তত্ত্বাবধান করছে।

সারাবাংলা/এনজে

কলেজ ছাত্র নিহত মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষ