Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৬:২৬

মানববন্ধন

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কাশেম মুতাইত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।

রোববার (২৫ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে গত বুধবার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মোতাইতকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের ভাই জসিম মুতাইত ৫২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আলম বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এসআর

বিচারের দাবি মানববন্ধন শরীয়তপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর