ঢাকা: এলাকাজুড়ে আন্দোলন কর্মসূচি চলমান থাকায় মেট্রোরেলের বাংলাদেশ সচিবালয় স্টেশনের প্রবেশদ্বার বন্ধ রাখা হয়েছে। মেট্রোরেলের তত্ত্বাবধায়নে থাকা ডিএমটিসিএল এর কর্মকর্তারা জানিয়েছেন, আন্দোলনকে কেন্দ্র করে স্টেশনের সিঁড়ি নোংড়া করা হয়, যাত্রীদের চলাচল ব্যহত হয় যে কারণে স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছে। এদিকে, স্টেশনের প্রেসক্লাব অংশের প্রবেশদ্বার বন্ধ রাখায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এই অংশে এসে ফিরে যেতে হচ্ছে তাদের। উলটো দিকে যেতে অনেক জায়গা ঘুরে তারপর যেতে হচ্ছে।
রোববার (২৫ মে) সরেজমিনে দেখা গেছে, সচিবালয়ের পেছনের ৫ নম্বর গেট সংলগ্ন মেট্রোস্টেশনের গেট বন্ধ, এরপর লিফট বন্ধ, প্রেসক্লাবে ঢোকার গেটের দিকের প্রবেশ পথটি দীর্ঘদিন ধরেই বন্ধ। এই স্টেশনের চারপাশে অসংখ্য লোক আন্দোলন কর্মসূচি পালন করছেন। এখানেই তারা খাবার খাচ্ছেন, জায়গা নোংড়া করছেন। সব মিলিয়ে এক অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হয়েছে স্টেশনের নিচের অংশটি। এদিকে, স্টেশনের এ অংশের প্রবেশের তিনটি পথই বন্ধ থাকায় যাত্রীদেরকে সেগুনবাগিচার দিকের গেট থেকে স্টেশনে ঢুকতে হচ্ছে। আর সেজন্য ভিড় ঠেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দিয়ে রাস্তা পার হয়ে স্টেশনের নাগাল পাওয়া যাচ্ছে।
মতিঝিলের পর জমজমাট বাংলাদেশ সেক্রেটারিয়েট স্টেশনটি। বিশেষ করে সকালে অফিস শুরু এবং বিকালে শেষ হলে এই স্টেশন যাত্রীপূর্ণ হয়ে যায়। সচিবালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রেসক্লাব, হাইকোর্টসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মজীবিরা মেট্রোরেলের এই অংশ দিয়ে স্টেশনে উঠে থাকেন। এটি বন্ধ থাকায় একরকম ভোগান্তিতেই পড়েছেন যাত্রীরা।

আন্দোলন কর্মসূচি চলছে, যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবি: সারাবাংলা
সচিবালয়ের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইসমাত আরা সারাবাংলাকে বলেন, ‘স্টেশনটি বন্ধ রাখাতে মুশকিল হয়ে গেলো। এতো মানুষ গাড়ি ঠেলে ওপারে গিয়ে মেট্রো ধরতে হবে।’
অগ্রনী ব্যাংকে কর্মরত ইমরান বলেন, ‘এখানে হাঁটার কোনো পরিবেশ আছে? দেখেন তো? পুরো স্টেশনের নিচটা একটা ডাস্টবিন বানিয়ে ফেলেছে।’
যুগ্ম সচিব রিয়াজুল কবীর বলেন, ‘পেছনের গেট দিয়ে বেরিয়েই মেট্রো পেতাম। আজ দেখি বন্ধ। এখন এতো মানুষ চলন্ত গাড়ীর মধ্য দিয়ে রাস্তা পার হওয়া কঠিন।’
এ প্রসঙ্গে মেট্রো স্টেশনে কর্মরত ডিএমটিসিএল এর কর্মী নাজমুল হাসান বলেন, ‘প্রতিদিন সিঁড়িগুলো আর সিঁড়ি থাকে না। সিঁড়িতে বসে খাবার খায়, সেখানেই ফেলে রেখে যায়। এগুলো প্রতিদিন পরিষ্কার করার লোক নেই। তাছাড়া অযথাই লোকজন স্টেশনে উঠে ঘোরাঘুরি করে। স্টেশন নোংড়া করে। যাত্রীদের চলাচলে ব্যাহত হয়। যে কারণে তিনটি গেটই সাময়িক বন্ধ রাখা হয়েছে।’
জাতীয় প্রেসক্লাব বরাবরই দাবি আদায় বা আন্দোলনের কেন্দ্রবিন্দু। সরকারি বেসরকারি পেশাদার অপেশাদার সকল সংগঠনই এখানে আন্দোলন কর্মসূচি পালন করে থাকেন।