Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৮:৩৯

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ। ছবি: সংগৃহীত

সিলেট: সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮-এর অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

রোববার (২৫ মে) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, বাংলাবাজার এবং সোনালীচেলা বিওপি কর্তৃক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্লেজারের থান কাপড়, স্কিন সাইন ক্রিম, সানগ্লাস, থ্রি পিস, বিভিন্ন প্রকার শাড়ি, লেহেঙ্গা, পন্ডস ফেসওয়াস, হেয়ার অয়েল, চকলেট, জিরা, নবরত্ন পাউডার, গরু, সুপারি এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, সুপারিসহ অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশি বারকি নৌকা জব্দ করে।

বিজ্ঞাপন

জব্দকৃত মালামালের আনুমানিক দাম ১ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৫৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সারাবাংলা/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর