আসছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদে ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি করে থাকে। এবার দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি। এর মধ্যে ৫৬ লাখ ২ হাজার ৯০৫টি গরু-মহিষ, ৬৮ লাখ ৩৮ হাজার ৯২০টি ছাগল-ভেড়া ও ৫ হাজার ৫১২টি অন্যান্য প্রজাতির প্রাণী রয়েছে। আগে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পশু আমদানি হতো। কিন্তু কয়েক বছর ধরে দেশের ভেতরেই বড় বড় গরুর খামার তৈরি হওয়ায় বাইরে থেকে আর পশু আমাদানি করতে হচ্ছে না। বরং, চাহিদার চেয়ে উদ্বৃত্ত থেকে যাচ্ছে প্রতিবছর। সম্প্রতি ঢাকার কেরাণীগঞ্জে অবস্থিত তেমনি একটি খামার থেকে বিভিন্ন প্রজাতির গরুর ছবি তুলে এনেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
ছবির গল্প
হাট নয়, যেন হরেকরকম গরুর মেলা
সারাবাংলা/পিটিএম