Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চানখারপুলে ৬ হত্যা: আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৭:৪৩ | আপডেট: ২৫ মে ২০২৫ ১৯:৪৮

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৫ মে) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ অভিযোগ আমলে নেন। বাকি দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

শুনানিতে আনুষ্ঠানিক অভিযোগ তুলে ধরেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিস্তারিত শোনার পর ট্রাইব্যুনাল বলেন, ‘আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার কারণ রয়েছে। তাই তা আমলে নেওয়া হলো।’এদিনই এ মামলায় আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এই ফর্মাল চার্জ জমা দেন চিফ প্রসিকিউটর।

আসামিরা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম, মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। এর মধ্যে প্রথম চারজন এখনও পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে, ২২ এপ্রিল এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চানখারপুলে ৬ হত্যা জুলাই-আগস্ট আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর