ঢাকা: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের চেয়ে ৫ টাকা বাড়ানো হয়েছে। এবার গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা, যা গতবছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা। আর ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয় ৫৫ থেকে ৬০ টাকা, যা আগেরবছর ছিল ৫০ থেকে ৫৫ টাকা।
রোববার (২৫ মে) সচিবালয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণের ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।
তিনি জানান, লবণযুক্ত খাসির চামড়ার দাম ২২ টাকা থেকে ২৭ টাকা নির্ধারণ করেছে সরকার। আর বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২২ টাকা।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ঢাকায় গরুর চামড়া প্রতি পিস ১ হাজার ৩৫০ টাকার নিচে বিক্রি করা যাবে না। আর ঢাকার বাইরে চামড়া প্রতি পিস ১ হাজার ১৫০ টাকার নিচে কেনা যাবে না।’
শেখ বশির উদ্দীন বলেন, ‘আশা করি, এর চেয়ে কমে চামড়া বিক্রি হবে না। সরকার চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। জেলা এবং উপজেলা পর্যায়ে ঈদের পর অন্তত ১৫ দিন পর্যন্ত কাঁচা চামড়া স্থানীয় ব্যবস্থাপনায় সংরক্ষণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণ, হাট বাজার ব্যবস্থাপনাসহ তিন মাসের জন্য কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রফতানির শর্ত শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ঢাকায় ১০ দিনের আগে কাঁচা চামড়া প্রবেশ করতে দেওয়া হবে না।’
তরিঘড়ি না করে চামড়া বিক্রি না করার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, ‘কোরবানির ঈদে সুষ্ঠু চামড়া ব্যবস্থাপনা ও পশু পরিবহণে সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশের হেল্প লাইন নম্বর ৯৯৯ থেকে নিরবচ্ছিন্ন সেবা দেওয়া হবে।’ একইসঙ্গে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়েও বিশেষ কন্ট্রোল সেল গঠন করা হবে বলে জানান তিনি।