Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে ঈদযাত্রা: আজ মিলল ৪ জুন ভ্রমনের টিকিট

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৮:১২ | আপডেট: ২৫ মে ২০২৫ ২১:২৫

ফাইল ছবি

ঢাকা: টানা ৫ দিনের মতো ট্রেনে ঈদযাত্রার টিকিট বিক্রি চলছে। রোববার (২৫ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি।

২টা ৩০ মিনিট অর্থাৎ প্রথম ত্রিশ মিনিটে পূর্বাঞ্চলে টিকিট পেতে হিট করেছেন ২ কোটি টিকিট প্রত্যাশী। বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ওইদিন ঈদের আগ মুহূর্ত বলে হিট বেশি হয়েছে।

এর আগে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হলে প্রথম ৩০ মিনিটের মধ্যে ২ কোটি ৭৬ লাখ টিকিট প্রত্যাশী হিট করেন। সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা থেকে টিকিট বিক্রি হয়েছে ৩১ হাজার ৫৪৭টি এবং সারাদেশে বিক্রি হয়েছে ৬২ হাজার ২৫৮ টি। আর দুপুর আড়াইটা পর্যন্ত পূর্বাঞ্চলের টিকিটের জন্য ১ লাখ ৯৪ হাজার বার হিট করেছেন টিকিট প্রত্যাশীরা। এর আগে শনিবার (২৪ মে) এই হিটের পরিমান ছিলো ১ কোটি ১৪ লাখ।

বাংলাদেশ রেলওয়ের তথ্যানুযায়ী ৪ জুন যারা ভ্রমন করবেন তাদের জন্য ট্রেনের মোট আসন সংখ্যা ৩৪ হাজার ২০ টি। এরমধ্যে পশ্চিমাঞ্চলের ২১ টি ট্রেনের মোট আসন ১৭ হাজার ৪৪৪টি এবং পুর্বাঞ্চলের ২৪ টি ট্রেনের মোট আসন সংখ্যা ১৬ হাজার ৫৭৬টি। এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি।

উল্লেখ্য, গত ২১ মে থেকে ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন বিক্রি হয় ৩১ মে ভ্রমনের টিকিট। ২২ মে বিক্রি হয় ১ জুন ভ্রমনের টিকিট, ২৩ মে বিক্রি হয় ২ জুন ভ্রমনের টিকিট, ২৪ মে বিক্রি হয় ৩ জুন ভ্রমনের টিকিট আর রোববার (২৫ মে) বিক্রি হচ্ছে ৪ জুন ভ্রমনের টিকিট। ২৬ মে বিক্রি হবে ৫ জুন ভ্রমনের টিকিট আর ২৭ মে বিক্রি হবে ৬ জুন ভ্রমনের টিকিট।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনজে

ঈদযাত্রা টিকিট ট্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর