Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসে ঈদযাত্রা: ৩ জুন থেকে স্পেশাল সার্ভিস শুরু করবে বিআরটিসি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৮:১০ | আপডেট: ২৫ মে ২০২৫ ১৯:৪৭

এবার ঈদে বিশেষ সেবা দিবে বিআরটিসি বাস।

ঢাকা: আসছে ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরে ফেরা মানুষের যাত্রা সহজ ও আরামদায়ক করতে বরাবরের মতো এবারও বিশেষ সেবা দেবে সরকারি কোম্পানি বিআরটিসি। আগামী ৩ জুন থেকে বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস শুরু করবে। আগামী ১৪ জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ।

এ উপলক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি সংশ্লিষ্ট ডিপোগুলো থেকে আগাম টিকিট বিক্রি শুরু করেছে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, তাদের সার্ভিসের আওতায় মতিঝিল, জোয়ারসাহার, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর যাত্রাবাড়ি বাস ডিপো থেকে বিভিন্ন রুটের টিকিট সংগ্রহ করা যাবে।

এছাড়া নারায়ণগঞ্জ (চাষাড়া), গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, বগুড়া, সোনাপুর, পাবনা, টুঙ্গিপাড়ার বাস ডিপো থেকে বিভিন্ন রুটের টিকিট কেনা যাবে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

বাসে ঈদযাত্রা বিআরটিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর