ফরিদপুর: ফরিদপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা এক যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আনিসুর রহমান (৫৫)।
রোববার (২৫ মে) সকাল ১০টা ২৫ মিনিটে ফরিদপুর শহরের আলীপুর রেল ক্রোসিংয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা রেললাইনের পাশে ছিটকে পড়ে। এ সময়ে অটোরিকশার যাত্রী আনিসুর রহমান মারাত্মক আহত হন।
নিহত আনিসুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ফেরিওয়ালা ছিলেন।
স্থানীয়রা জানায়, ট্রেনটি ঢাকা থেকে বেনাপোলগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার পথে শহরের আলিপুরে গেটবিহীন একটি রেল ক্রসিংয়ের উপর দিয়ে যাচ্ছিল। এ সময় একটি অটোরিকশা রেল ক্রসিং পাড় হওয়ার সময় ট্রেনের ধাক্কা লাগে। এ সময় রিকশাটি পাশের খাদে পড়ে গেলে চালক সামান্য আঘাত পেলেও যাত্রী মারাত্মক আহত হন।
পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।