Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় জাতীয় কবি নজরুলের ১২৬তম জন্মদিন উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৮:৪০ | আপডেট: ২৫ মে ২০২৫ ১৮:৪৬

কবি কাজী নজরুল ইসলামের কার্পাসডাঙ্গায় অবস্থানকালীন আটচালা ঘরের সামনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে।

চুয়াডাঙ্গা: নানা কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কার্পাসডাঙ্গায় ১২৬তম জন্মদিন উদযাপিত হয়েছে। ‘চব্বিশের গণঅভ্যূত্থান কাজী নজরুলের উত্তরাধিকার’ এ প্রতিপাদ্যকে ধারণ করে কর্মসূচি উদযাপিত হয়।

কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে রোববার (২৫ মে) সকাল ১০টায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে নজরুল বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন কার্পাসডাঙ্গা খ্রিস্টান মিশন পল্লীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবস্থানকালীন আটচালা ঘরের মালিক প্রদ্যুৎ বিশ্বাসের ছেলে প্রকৃতি বিশ্বাস।

জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, দর্শনা থানা বিএনপি সভাপতি খাজা আবুল হাসনাত, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, বাংলা প্রগতি সংঘের জেলা সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, জাসাসের জেলা সভাপতি সহিদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, নজরুল স্মৃতি সংঘের সভাপতি শামসুল হক ও চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়েশা আক্তার রিক্তা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘কার্পাসডাঙ্গা একটি ব্যতিক্রম স্থান, কারন এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এসেছিলেন। তারই স্মৃতি ধরে রাখার জন্য আমরা প্রতি বছর তাঁকে স্মরণ করি। এটা আমাদের সৌভাগ্যের বিষয়। কবির স্মৃতি বিজড়িত কার্পাসডাঙ্গার উন্নয়নে এবং তাঁর স্মৃতিকে ধারন করে রাখার ক্ষেত্রে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’

এর আগে এদিন সকাল সাড়ে ৯টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কার্পাসডাঙ্গায় অবস্থানকালীন আটচালা ঘরের সামনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর কার্পাসডাঙ্গার এম.এম.ফিলিং স্টেশনের সামনে থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এসে শেষ হয়। তারপর দুপুরে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমীর আয়োজন একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এনজে

উদযাপিত কাজী নজরুল জন্মদিন জাতীয় কবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর