Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানা লুটের ১০ মাস পর পুলিশের একটি শটগান উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৮:৫৮

উদ্ধার করা ১২ বোর সক্রিয় শটগান।

ফরিদপুর: গত ৫ আগস্ট ফরিদপুরের সদরপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ অস্ত্র লুটের ১০ মাস পর থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান। এর আগে গতকাল শনিবার সাড়ে ৭টার সময় উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকার প্রশিকা এনজিও অফিসের গেটের পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ মে) রাতুল ও আনিস নামে দুজন দুষ্কৃতিকারীকে থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের মামলায় গ্রেফতার করার পর তাদের দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে উপজেলা সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকার প্রশিকা এনজিও অফিসের গেটের পাশ থেকে শটগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

আসামী রাতুল সর্দার সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের কাসেম সর্দারের ছেলে ও আনিসুল হক একই গ্রামের ইউনুস মাতুব্বরের ছেলে।

ওসি নাজমুল হাসান বলেন, ‘গত ৫ আগস্ট দুর্বৃত্তরা হামলা ও অগ্নিসংযোগ করে থানা থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতুল ও আনিস নামে দুজন দুষ্কৃতকারীকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি শটগান উদ্ধার করা হয়। পুলিশের একটি ১২ বোর সক্রিয় শটগান উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সদরপুর থানা থেকে পুলিশের লুট হওয়া আরও কয়েকটি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এই অস্ত্র যদি কোথাও কেউ ফেলে রেখে আমাদের ফোনে বা আমাদের জরুরি সেবা ৯৯৯-এ কেউ কল দিয়ে তথ্য দেয়, তাহলে তাকে পুরস্কৃত করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

থানা লুট পুলিশ ফরিদপুর শটগান উদ্ধার