কুষ্টিয়া: শহিদ আবরার ফাহাদের নামে কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর ঘোড়াইঘাট-বড়বাজার সংযোগ সেতু স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (২৫ মে) সকাল ১১টার দিকে ঘোড়াইঘাট গড়াই নদীর চরে এ মানববন্ধন করেন তারা। এ সময় মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এই গড়াই নদীর ওপরে একটি সেতু নির্মাণ হলে কয়া ইউনিয়ন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ, সাদিপুর ও নন্দলালপুরসহ ৪টি ইউনিয়নের কয়েকলাখ মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি জীবনমানের ব্যাপক উন্নয়ন ঘটবে। তাই অতি দ্রুত গড়াই নদীর ওপর সেতু নির্মাণ করতে হবে। সেতু নির্মাণ না করা হলে আরও বৃহত্তর আন্দোলন করবেন বলেও জানান তারা।
এ সময় বক্তারা আরও বলেন, সেতুর নাম বুয়েটে নিহত শহিদ আবরার ফাহাদের নামে বাস্তবায়ন করতে হবে। মানববন্ধনে শহিদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ ও বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরাও অংশ নেন।