Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থগিত হচ্ছে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৯:২৩ | আপডেট: ২৫ মে ২০২৫ ২০:৪১

জাতীয় রাজস্ব বোর্ড। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: সরকারের আশ্বাসে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ ৪ দাবিতে চলমান আন্দোলন স্থগিত করতে পারেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (২৫ মে) এনবিআর ঐক্য সংস্কার পরিষদের ঊধর্ধ্বতন এক কর্মকর্তা সারবাংলাকে এ তথ্য জানান। এর আগে, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ সংশোধন না করে কার্যকর করা হবে না বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় অর্থ মন্ত্রণালয়।

এর পরেই বৈঠকে বসে ঐক্য সংষ্কার পরিষদ। এই সংগঠনের ব্যানারেই দাবি আদায়ে আন্দোলন করে আসছিলে এনবিআর’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। জরুরি ওষুধ আমদানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া সোমবার পূর্ণাঙ্গ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় ঐক্য পরিষদ। ফলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

পরে রাত সাড়ে ৭ টার দিকে এনবিআর ভবনে বৈঠকে বসে সংস্কার পরিষদের নেতারা। বৈঠকটি এখনও চলছে। সরকারের আশ্বাস পাওয়ার পর পরবর্তী কর্মসূচি আনুষ্ঠানিকভাবে জানাবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

তবে নাম প্রকাশ না করার এনবিআর ঐক্য সংস্কার পরিষদের ঊর্ধ্বতন এক নেতা সারাবাংলাকে বলেন, ‘আমাদের মধ্যে এখন বৈঠক চলছে। প্রাথমিকভাবে আমরা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। আন্দোলন স্থগিত হতে পারে। তবে এখনও আলোচনা চলমান।’

এদিকে রোববার রাতে অর্থমন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুন্ন রেখে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো কিরূপে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে আগামী ৩১ জুলাই ২০২৫ তারিখের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনী আনা হবে। উল্লেখ্য, প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না।

বিজ্ঞাপন

সরকারের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার আশা প্রকাশ করছে যে, এই ঘোষণার মাধ্যমে কর এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সকল উদ্বেগের অবসান ঘটবে এবং দেশের রাজস্ব আহরণ ও রাজস্ব সেবা প্রদানকারী সকল দপ্তর অবিলম্বে পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।

এর আগে, রোববার বিকালে এনবিআর ভবনে প্রেস ব্রিফিং করে এনবিআর ঐক্য সংস্কার পরিষদ। সেখানে জানানো হয়, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ ৪ দফা দাবি আদায়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধসহ পূর্ণাঙ্গ কর্মবিরতিতে যাচ্ছে প্রতিষ্ঠানটির অধীনস্থ কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত আগামীকাল সোমবার (২৬ মে) এনবিআরের অধীনস্থ সব প্রতিষ্ঠান ফুল শাট ডাউনে যাচ্ছে।

এনবিআরে পাঁচদিনের কলমবিরতি ও দুইদিনের কর্মবিরতি পালন হলেও এতদিন আমদানি ও রফতানি কার্যক্রম প্রায় স্বাভাবিক ছিল। তবে সোমবার শুধুমাত্র ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি এবং আন্তর্জাতিক যাত্রী সেবা চালু থাকবে। তবে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

আন্দোলন এনবিআর স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর