ঢাকা: ৪৬তম বিসিএসের স্থগিত হওয়া আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত আবশ্যিক বিষয়সমূহের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পদ সংশ্লিষ্ট বিষয়সমূহের পরীক্ষা হবে আগামী ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত।
রোববার (২৫ মে) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সূচি অনুযায়ী, প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩ আগস্ট সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (১০) বিষয়ের তিন ঘণ্টাব্যাপী পরীক্ষার মাধ্যমে আবশ্যিক বিষয় সমূহের লিখিত পরীক্ষা শেষ হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসনব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
https://content.thedailycampus.com/assets/file_manager/source/Tahomina%20Akter%20Happy/%E0%A7%AA%E0%A7%AC%E0%A6%A4%E0%A6%AE%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%20%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%96%E0%A6%BF%E0%A6%A4%20%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A6%BF.pdf
এই ঠিকানায় পরীক্ষার নতুন সময়সূচি জানা যাবে।
জানা গেছে, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, গত বছরের ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত ২৪ মার্চ ৮ মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছিল কমিশন। তবে প্রার্থীদের আন্দোলনের মুখে তা স্থগিত ঘোষণা করা হয়েছিল।