Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুনর্গঠন করা হয়েছে সরকারি কর্মচারীদের দাবি পর্যালোচনা কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ২০:০২ | আপডেট: ২৫ মে ২০২৫ ২০:১১

ঢাকা: সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া পর্যালোচনা ও পরীক্ষা নিরিক্ষাপূর্বক মতামত বা সুপারিশ দেওয়ার জন্য কমিটি পুনর্গঠন  করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (২৫ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শরিফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সদস্য, যুগ্মসচিব, (সংগঠন ও ব্যবস্থাপনা-১ অধিশাখা), জনপ্রশাসন মন্ত্রণালয়, সদস্য যুগ্মসচিব, (বিধি-১ অধিশাখা), জনপ্রশাসন মন্ত্রণালয়, সদস্য যুগ্মসচিব, (মাঠ প্রশাসন, অভ্যন্তরীণ নিয়োগ ও নবনিয়োগ অধিশাখা), জনপ্রশাসন মন্ত্রণালয়, সদস্য যুগ্মসচিব, (প্রশাসন অধিশাখা), জনপ্রশাসন মন্ত্রণালয়, সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিবের নিম্নে নয়), সদস্য অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিবের নিম্নে নয়), সদস্য স্বরাষ্ট মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিবের নিম্নে নয়), সদস্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিবের নিম্নে নয়), সদস্য যুগ্মসচিব, সচিবালয় ও কল্যাণ অধিশাখা, জনপ্রশাসন মন্ত্রণালয়েরর সদস্য সচিব করা হয়।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে-

  • কমিটি সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি-দাওয়া পরীক্ষা-নিরীক্ষা করে মতামত ও সুপারিশ প্রদান করবে।
  • কমিটি প্রতিমাসে একবার সভায় মিলিত হবে এবং প্রয়োজনে কর্মচারীদের উপযুক্ত সংখ্যক প্রতিনিধির সাথে মতবিনিময় করতে পারবে।
  • কমিটি প্রয়োজনীয় সদস্য কো-অপ্ট করতে পারবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনজে

দাবি পর্যালোচনা কমিটি পুনর্গঠন সরকারি কর্মচারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর