Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ২১:২২ | আপডেট: ২৫ মে ২০২৫ ২৩:৫৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

ঢাকা: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রোববার (২৫মে) বিকেল ৫টা থেকে আধা ঘণ্টার মতো এ বৈঠক হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, এদিন বিকেল ৫টার কিছু সময় আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন প্রধান বিচারপতি। এর আধা ঘণ্টা পর তিনি যমুনা থেকে বের হন।

এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন কর্নেল (অব.) অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সন্ধ্যা ৬টায় দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।

এর আগে, শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদল।

 

সারাবাংলা/আরএম/এসআর

প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর