বগুড়া: কার্যক্রম নিষিদ্ধ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (২৫ মে) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (২৩ মে) রাতে পুলিশের এক অভিযানে ঢাকার গুলিস্তান এলাকায় গ্রেফতার হন আমিনুল ইসলাম ডাবলু। ওই অভিযানে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসরাফি হিরো (৩৫) ও বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুর রহমান আরিফকেও (৩৫) গ্রেফতার করে পুলিশ।
এর মধ্যে দুপুরে আমিনুল ইসলাম ডাবলুকে বগুড়ার আদালতে নিয়ে আসা হয়। আদালতে গত বছরের ৪ আগস্টে গণঅভুত্থ্যান চলাকালে সহিংসতার ঘটনায় দায়ের করা মারপিট ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম সাতদিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে বগুড়ার কোর্ট পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, আমিনুল ইসলাম ডাবলুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বাকি দুই আসামি মাসরাফি হিরো ও আরিফুর রহমান আরিফকে এখনো বগুড়ায় নিয়ে আনা হয়নি। তাদের বগুড়ায় আনার পর সিদ্ধান্ত দেবেন আদালত।